আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র প্রার্থী নিয়ে মাঠে নামলো নাগরিক ঐক্য।
মঙ্গলবার নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাদের সাথে বৈঠক শেষে ডিএনসিসি উপনির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য জিন্নুর চৌধুরী দিপুকে নিয়ে নির্বাচনি মাঠে নামার ঘোষণা দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
জিন্নুর চৌধুরী দিপু ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক জিএস-ভিপি, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর সাবেক মহাসচিব, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সাবেক মহাসচিব ছিলেন।
তিনি সিলেট জেলার একটি রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা মরহুম মাসুদ আহাম্মেদ চৌধুরী সাবেক গণপরিষদের সদস্য ও সিলেট অঞ্চলের মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন।
শুদ্ধস্বর/এন.হাসান
More Stories
করোনায় দেশে প্রাণ গেল আরও ১০ জনের, মোট মৃত্যু ৮৪৫১
আস্থা ভোটে ইমরান খানের প্রতি পার্লামেন্ট সদস্যরা আস্থা রাখলেন
সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট দানবকে পরাজিত করতে হবে : মির্জা ফখরুল