এমন সময় পাতা ঝরে গিয়ে
ন্যড়া হয়ে যায় বয়েসী অশ্বত্থ,
রাতের বার্ধক্যে ডেকে ওঠে
সাথীহারা ক্ষুখার্ত কুকুর।
চিলেরা হারিয়ে ফেলে
নতুন ঘরের আদিম স্বপন,
দিনের নামচা ফুরিয়ে গিয়ে
দেখা দেয় রক্তিম আলোর
ক্ষণিক উল্লাস।
পরে থাকে পেছনে স্মৃতির চাদর
ধূলোমাখা জরাজীর্ণ কিংবা
মখমলে আদরে জড়ানো জড়োয়া বসন।
কালের সিংগার ফুৎকারে
ঘটে যায় সূর্যের মরণ,
সূর্যের মৃত্যুতে জন্মনেয় নতুন একটি বছর।
অনিন্দ্য আসাদ