শুদ্ধস্বর রিপোর্ট।
গার্মেন্টস ব্যবসায়ী আতিকুল ইসলামকে আওয়ামী লীগের প্রার্থী করেছে ঢাকা নগর উত্তরের মেয়র নির্বাচনে, তিনি প্রধানমন্ত্রীর সবুজ সংকেত তিনি আগেই পেয়েছিলেন ,কিছুদিন আগে তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করে নির্বাচন করার ইচ্ছা ব্যক্ত করেছিলেন তখন তাকে প্রধানমন্ত্রী কাজ শুরু করার পরামর্শ দিয়েছিলেন এবং তিনি কাজও শুরু করে দিয়েছিলান। মিডিয়াতে তখনি তার নামই বেশী আলোচিত হয়েছিলো । আওয়ামীলীগের আরও ৮জন প্রার্থী মনোনয়ন চেয়েছিলেন তার মধ্যে একজন যুবলীগের শীর্ষ নেতা ছিলেন। মেয়র নির্বাচন থেকে শুরু করে আগামী সংসদ নির্বাচনে ব্যবসায়ীরা দলের কাছে খুব গুরুত্বপূর্ণ তাদের আর্থিক সংগতির কারনে । এটা রাজনীতির জন্য ভাল না খারাপ তা আলোচনার দাবী রাখে । পেশাজীবীদের রাজনীতিতে অংশ নেয়া অবশ্যই ইতিবাচক দিক যদি তারা দলের রাজনীতির সাথে আগে থেকেই সম্পৃক্ত থাকে । কিন্তু দলের নিবেদিত কর্মীদের চাষ করা জমিতে বহিরাগতরা ফসল তুললে দলের নেতা কর্মীরা অবমূল্যায়িত হন একথা দলের হাইকমান্ড বুঝলেও তাদের কিছু করার থাকে না, যখন নির্বাচনের জেতার জন্য টাকা পূর্বশর্ত হয়ে দাড়ায় । তাই বাংলাদেশে নির্বাচনে টাকার প্রভাব না কমাতে পারলে শুধু মেয়র নির্বাচন নয় সংসদ নির্বাচনেও ব্যবসায়ী প্রার্থীদের প্রধান্য থাকবে। বাংলাদেশের রাজনীতিতে এটাই বাস্তবতা ।
Related Stories
Saturday April15,2023
Wednesday November16,2022