শুদ্ধস্বর রিপোর্ট
নারায়নগঞ্জের মেয়র এখন শঙ্কা মুক্ত, তাকে আই সি ইউ থেকে সাধারন ক্যাবিনে স্থানন্তর করা হয়েছে, আজ বেতার বাংলার প্রবাসীর ভাবনা অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং বাসসের বিশেষ প্রতিনিধি হালিম আজাদ । লন্ডন ভিত্তিক বাংলা রেডিওর এই অনুষ্ঠানে তিনি নারায়ণগঞ্জের শামীম ওসমান এবং মেয়র আইভির সাম্প্রতিক দ্বন্দ্ব এবং সহিংসতার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। তিনি বলেন ঘটনার দিন আইভি তার সহকর্মী সহ হকারদের বোঝাতে গিয়েছিলেন তাদের জন্য নির্ধারিত স্থানে চলে যেতে । তখনই শামীম ওসমানের সমর্থকরা মেয়রের উপর হামলা চালায়। তিনি বিস্ময় প্রকাশ করেন পুলিশ কাছে থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে । কেন পুলিশ এরকম ভুমিকা পালন করলো, বেতার বাংলার এই প্রশ্নের উত্তরে হালিম আজাদ বলেন পুলিশের ভুমিকায় তিনি নিজেও বিস্মিত,মেয়র আইভি উপমন্ত্রীর পদমর্যাদা ভোগ করছেন তার সার্বিক নিরাপত্তা দেবার দায়িত্ব পুলিশের কিন্তু পুলিশ ব্যর্থ হয়েছে । নাজিম চৌধুরীর প্রশ্ন করেন পিস্তলধারী নিয়াজুলকে পুলিশ এখনও খুঁজে পাচ্ছেনা কিন্তু নিয়াজুল থানায় যেয়ে ঘটনার জন্য আইভিকে দায়ী করে জিডি করেছেন তা হলে তাকে পুলিশ পাচ্ছে না কেন ? এই প্রশ্নের উত্তরে হালিম আজাদ বলেন তিনিও গণমাধ্যমে দেখেছেন এই খবর, বিষয়টি তার কাছেও বিস্ময়কর। হালিম আজাদ আশা প্রকাশ করেন আওয়ামী লীগের হাই কমান্ড নারায়ণগঞ্জের এই ঘটনাকে সিরিয়াসলি নিয়ে এই দুই জনের দ্বন্দ্ব মেটানোর যথাযথ ব্যবস্থা নেবে ।
লন্ডন ভিত্তিক বাংলা রেডিও বেতার বাংলার প্রবাসীর ভাবনা নামে এই অনুষ্ঠানটি একটি সাপ্তাহিক অনুষ্ঠান যা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত হয়, উপস্থাপনা করেন বেতার বাংলার প্রধান নির্বাহী নাজিম চৌধুরী এবং শুদ্ধস্বর সম্পাদক এবং বেতার বাংলার উপস্থাপক হাবিব বাবুল । লন্ডন এবং ফ্রাঙ্কফুর্ট থেকে যৌথভাবে লাইভ উপস্থাপিত হয় ।