মঙ্গলবার আরও তিন জন নতুন মন্ত্রী কেবিনেটে অন্তর্ভুক্ত হচ্ছেন, এর মধ্যে মোস্তফা জব্বারও আছেন । তিনি একজন তথ্য প্রযুক্তি বিষায়ক মন্ত্রী হতে পারেন এমন গুঞ্জন আগামী কাল মঙ্গলবার সত্যি হতে পারে । মোস্তফা জব্বার ৭০ দশকে জাসদ রাজনীতির সাথে যুক্ত ছিলেন, জাসদের পত্রিকা গণকন্ঠেও ছিলেন । মন্ত্রী সভায় পরিবর্তন ঘটলে জাসদ থেকে কাউকে নিলে জাসদ আম্বিয়া গ্রুপের মইন উদ্দিন খান বাদলের হবেন এরকম প্রত্যাশা ছিল দলটির নেতা কর্মীদের কিন্তু সেরকম কিছু ঘটছে না এবারের মন্ত্রী সভার রদবদলে । মোস্তফা জব্বার বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি, দেশের আইটি সেক্টরে তার অবদান আছে, সেদিকটা বিবেচনায় নিয়েই মনে হয় তাকে মন্ত্রী সভায় অন্তর্ভুক্ত করার সিধান্ত নেয়া হয়েছে , মোস্তফা জব্বার ছাড়াও আর তিনজন মন্ত্রীর শপথ নেয়ার কথা আছে আগামী কাল ।
শুদ্ধস্বর রিপোর্ট।
Related Stories
Tuesday June6,2023