শুদ্ধস্বর রিপোর্ট:ঢাকা উত্তরের মেয়র নির্বাচন নিয়ে রাজধানীতে রাজনীতি জমে উঠেছে। আওয়ামী লীগ এবং বি এন পি র পাশাপাশি নাগরিক ঐক্যও প্রার্থী দেবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহয়ান মান্না । তিনি আজ জানান আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের জন্য নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক সাধারন সম্পাদক বর্তমানে ট্রাভেল এসেোসিয়েশন আটাবের সহ সভাপতি জিন্নুর চৌধুরী দিপুকে মনোনয়ন দেয়া হয়েছে । আসন্ন ঢাকা মেয়র নির্বাচনে বামপন্থী জোটের জুনায়েদ সাকী এবং সিপিবি থেকে কাফি রতন নির্বাচনে অংশ নিচ্ছেন , যুক্ত ফ্রন্ট কোন প্রার্থী দেবে বলে জানা যায়নি । যুক্ত ফ্রন্ট বা যুক্তফ্রন্টের অন্তর্ভুক্ত প্রার্থী না দিলে জিন্নুর চৌধুরী দিপুই হবেন যুক্ত ফ্রন্টের প্রার্থী ।এদিকে বি এন পি থেকে তাবিথ আউয়াল বা আসাদুজ্জামান রিপন এবং আওয়ামীলীগ থেকে আতিকুল ইসলাম মনোনয়ন পাচ্ছেন তা এক প্রকার নিশ্চিত । আগামী কালের মধ্যে কারা এই দুই বড় দল থেকে প্রার্থী হচ্ছে তা দৃশ্যমান হবে ।
Related Stories
Thursday June1,2023
Thursday June1,2023