২০১৮ সালের ডিসেম্বরে নির্বাচন , কিন্তু এখনও অনিশ্চিত দেশের মাঠের বিরোধী দল বি এন পি অংশ নেবে কিনা। দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার বিষয়ে রয়েছে একাধিক মত। দলটির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিচার চলছে, বিচারে সাজা হলে কি হবে তা এখনও বলা কঠিন ।দলটির বড় অংশ খালেদা জিয়া ছাড়া আগামী নির্বাচনে অংশ নেয়ার বিপক্ষে । তবে অনেকেই মনে করছেন নির্বাচন বর্জন করা কোন ভাবেই সমাধান নয় ।নির্বাচনে গিয়েই পরিবর্তিত পরিস্থিতির মোকাবিলা করতে হবে । ক্ষমতাসীন দল আওয়ামীলীগ নির্বাচনে জয়লাভের জন্য প্রভাব বিস্তার বা কোন কূট কৌশলের নেবে তা স্বাভাবিক এটা মাথায় রেখেই দলকে নির্বাচনের জন্য প্রস্তুত করতে হবে । তবে বেগম খালেদা জিয়া নির্বাচনে যাওয়ার পক্ষে তা তার বিভিন্ন বক্তব্য থেকে বোঝা যায়, তিনি সম্প্রতি ছাত্রদলের সভায় বলেছেন বি এন পি নির্বাচনে যাবেই,বি এন পি কে নির্বাচনের বাইরে রাখা যাবে না, তিনি এই কথার সাথে যুক্ত করেছেন নিরেপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার কথা । সমস্যাটা এখানেই আওয়ামীলীগ যেখানে বি এন পি র সাথে কোন প্রকার আলোচনা করতেই রাজী নয় সেখানে বি এন পি কিভাবে আদায় করবে সহায়ক সরকার বা নিরেপেক্ষ সরকার । বি এন পি সহায়ক সরকারের কথা বললেও তার কোন রূপরেখা এখনও দেয়নি । এটিও একটি রহস্য, এখন না দিলে কবে দিবে সময় তো আর থেমে থাকছে না । প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী ডিসেম্বরে নির্বাচন হলে অক্টোবরে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে , সেই নির্বাচনকালীন সরকার কেমন হবে তা এখনও স্পষ্ট নয় । সংবিধান বিশেষজ্ঞ রা বলেছেন নির্বাচনকালীন সরকার বলে কোন কথা সংবিধানে নেই । যদি না থাকে তা হলে নির্বাচনকালীন সরকার করতে গেলেও সংবিধান সংশোধন করতে হবে । শেখ হাসিনাকে বাদ দিয়ে কোন সরকার আওয়ামীলীগ করবে না তা নিশ্চিত , কিন্তু বি এন পি শেখ হাসিনাকে বাদ দিয়ে কিভাবে সহায়ক সরকার প্রতিষ্ঠা করবে তা এখনও স্পষ্ট নয় । দেশে কোন আন্দোলন নেই বা বি এন পি থেকে কোন আন্দোলনের কর্মসূচীও নেই , বি এন পি তার রাজনীতির নৌকা তীরে তীরে রাখছে , এই তীরে তীরে নৌকা রেখে ভরা নদী পাড়ি দেবে কিভাবে তা দেখার জন্য আমাদের আর কিছু দিন অপেক্ষা করতে হবে ।
হাবিব বাবুল
সম্পাদক শুদ্ধস্বর ।
Related Stories
Saturday April15,2023
Wednesday November16,2022