শুদ্ধস্বর রিপোর্ট ।
বি এন পি নেতা আব্দুল আউয়াল মিন্টুর ছেলে বি এন পি র নির্বাহী কমিনটির সদস্য তাবিথ আউয়াল ঢাকা উত্তররের মেয়র প্রার্থী হিসেবে বি এন পি র মনোনয়ন পেয়েছেন,বিএনপির মনোনয়ন বোর্ডের সভা শেষে মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম সাংবাদিকদের একথা জানিয়েছেন । বি এনপি র মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক ছাত্রদল নেতা আসদুজ্জামান রিপন ।তার পক্ষে বি এন পি র সমর্থকরা গতরাতে ফেসবুকে ব্যাপক প্রচার চালায়, অনেকেই ধারনা করেছিলেন আসাদুজ্জামান রিপন দলের প্রার্থী হতে পারেন ।তিনি গতকাল ফেসবুকে আবেগঘন স্ট্যাটাসও দিয়েছিলেন । কিন্তু কিচ্ছুক্ষণ আগে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বি এন পির হাইকমান্ড শেষ পর্যন্ত তাবিথকেই বেঁছে নিলেন ।
Related Stories
Saturday June3,2023
Saturday June3,2023