শুদ্ধস্বর রিপোর্ট: ছাত্রী নিপীড়নে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বহিস্কারের দাবীতে বামপন্থী ছাত্র সংগঠন গুলো প্রশাসনিক ভবনে ঢাবি র ভাইস চ্যান্সেলর আখতারুজ্জামানকে তার অফিসে ঘেরাও করলে তাদের উপর ছাত্রলীগ নেতারা হামলা করে চ্যান্সেলরকে উদ্ধার করেন । ছাত্র ঐক্যের আহব্বায়ক নাজমুল হাসান শুদ্ধস্বর ডট কমকে জানান এই হামলায় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি লিটন নন্দী সহ প্রায় চল্লিশ জন ছাত্রছাত্রী আহত হন, তারা বর্তমানে চিকিৎসাধিন আছেন ।নাজমুল হাসান জানান বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন নিয়ে গঠিত নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ আজ মঙ্গলবার ছাত্রী নিপীড়নে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বহিষ্কারের দাবী জানিয়ে ভাইস চ্যান্সেলরের অফিসের সামনে অবস্থান নেয় । এই সময় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের কয়েক শ কর্মী লাঠি, রড নিয়ে হামলা চালায় , তার লাথি, কিল ঘুষি মেরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় । এ দিকে ছাত্রলীগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বাম সংগঠনের নেতা কর্মীরা ভাই চ্যান্সেলরকে অবরুদ্ধ ও লাঞ্ছনা করে এবং ছাত্রলীগের অপর ঝাঁপিয়ে পরে । মেয়েদের সাথে অশালীন আচরণ করে ফলে বাম ছাত্র সংগঠনের সাথে তাদের পাল্টা পালটি ধাওয়া হয় । এতে ১২ জন নেতাকর্মী আহত হন ।
Related Stories
Monday March20,2023
Monday March20,2023
Monday March20,2023