শুদ্ধস্বর রিপোর্ট।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন ছাড়াও ব্যক্তিগত আড্ডায় আলোচনায় কি হতে পারে খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় তা নিয়ে জল্পনা কল্পনা চলছে, ৮ই ফেব্রিয়ারি রায় হওয়ার কথা, সে পর্যন্ত অন্য কোন বড় ঘটনা না ঘটলে এই রায়ই হবে সংবাদপত্রের প্রধান আলোচনার বিষয়, কি হবে রায়ে তার আগাম ঘোষণা সরকারের মন্ত্রী এবং সরকারী দলের নেতারা কেউ কেউ সরাসরি বা কেউ আকার ইঙ্গিতে বলা শুরু করেছেন । দুদকের আইনজীবীরা তার আজীবন কারাদণ্ড চেয়েছেন অন্যদিকে খালেদা জিয়ার আইনজীবীরা তার খালাস চেয়েছেন, উভয় পক্ষই তাদের নিজ নিজ যুক্তিতর্ক আদালতে উপস্থাপন করেছেন । সরকার সমর্থিত একটি অনলাইন খবর দিয়েছে কাশিমপুর কারাগারকে সাজানো হচ্ছে , তাদের কথায় ভি আই পি গেস্ট আসছেন সেজন্যই কারাগার নতুন আঙ্গিকে সাজানো শুরু হয়েছে । রায়কে কেন্দ্র করে বি এন পি নেতা মওদুদ আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, মীর্জা ফখরুল ইসলাম আলমগির, এবং রুহুল কবির রিজভি বক্তব্য দিয়ে যাচ্ছেন যাতে কর্মীদের মনোবল চাঙ্গা থাকে,মওদুদ আহমেদ বলেছেন রায় নিরেপেক্ষ হলে খালেদা জিয়া খালাস পাবেন, মীর্জা ফকরুল ইসলাম বলেছেন যেনতেন রায় জনগণ মেনে নেবেন না, গয়েশ্বর রায় বলেছেন কেন্দ্রিয় কর্মসূচী না থাকলেও কিছু ঘটবে না তার নিশ্চয়তা আমরা দিতে পারছি না, অন্যদিকে সরকারী দল থেকে সাধারন সম্পাদক ওবায়দুল কাদের রায় নিয়ে বিএন পি র হুমকি ধামকিকে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন,স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন রায় নিয়ে কোন ঘটনা ঘটানোর চেষ্টা করলে তা দমন করা হবে, এমন কথাই বলেছেন । সব মিলিয়ে রায় নিয়ে রাজনৈতিক পরিস্থিতি ফেব্রয়ারিতে কিছুটা উত্তপ্ত থাকবে তা এখনই বোঝা যাচ্ছে, কিন্তু রায় বিপক্ষে গেলে বি এন পি কি ধরনের কর্মসূচী দেবে বা আদালতের সিধান্তের বিরুদ্ধে কর্মসূচী দেয়া কতটুকু যুক্তিযুক্ত তা এখনও বিশ্লেষণের দাবী রাখে, নিম্ন আদালতে সাজা হলেও উচ্চআদালতে যাওয়ার সুযোগ আছে , বি এন পি সেই সুযোগ না নিয়ে এই মুহূর্তে ভিন্নপথে যাবে তা মনে হচ্ছে না, কারন মানুষ এটাকে ভালোভাবে নেবে না, সরকারী দলও কথা বলার সুযোগ পাবে যে তাদের আদালতের প্রতি আস্থা নেই । তা ছাড়া আন্দোলন করার মতো বি এন পি র কর্মী বাহিনী আছে কি না তাও আলোচনার দাবী রাখে । বি এন পি ও চাইবে না, এই মুহূর্তে আন্দোলন করে নেতা কর্মীরা আবার জেলে যাক । ৮ ই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে রায় কি হয়, আর বি এন পি র প্রতিক্রিয়া ও কি হয় তা দেখার জন্যও আমাদের অপেক্ষা করতে হবে , এখন যা হচ্ছে বা হবে তা সবই জল্পনা কল্পনা ।