উল্টা পথে গাড়ী চালানো নিয়ে সাংবাদিক নেতা বুলবুল অনেকবার টক শোতে এর বিরুদ্ধে কথা বলেছেন,আজ তিনি নিজেই উল্টা পথে ।
শুদ্ধস্বর রিপোর্ট। ঢাকা ২২ শে জানুয়ারি । আজ সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতা মঞ্জুরুল আহসান বুলবুল উল্টা পথে যাচ্ছিলেন পুলিশ উনাকে আটকালে উনি পুলিশের সাথে বাকবিতণ্ডতা করছেন । উল্টা পথা গাড়ী চালানো ট্রাফিক আইনের লঙ্ঘন, আমরা সংবাদপত্রে এবং ইলেক্ট্রনিক মিডিয়াতে প্রায়ই দেখি মন্ত্রী এবং ভি আই পি রা যানজটের কারনে দ্রুত যাওয়ার মাঝে মাঝেই উল্টা পথে গাড়ী চালান । এটা নিয়ে মিডিয়াতে অনেকবার আলোচনা হয়েছে, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল নিজেও এটা নিয়ে টক শো তে কথাও বলেছেন অথচ আজ তিনি নিজেই উল্টা পথ ব্যবহার করলেন । ভি আই পি দের ট্রাফিক আইন লঙগণের কোন বিচার হয়েছে কি না আমাদের জানানেই । মন্ত্রীদের পতাকাবাহী গাড়ী দেখলে পুলিশ সাধারণত সেই গাড়ী আটকায় না , কিন্তু সচিবের গাড়ী আটকানোর সংবাদ আমরা মিডিয়াতে দেখেছি। আজকে যে পুলিশ বুলবুলের গাড়ী আটকিয়েছে তার অবশ্যই তারিফ করতে হয় কারন পুলিশ নিয়ে তার কর্তব্য পালন করেছে । পুলিশকে তার কর্তব্য পালন করতে দিলে অবশ্যই ট্রাফিক জামের কিছুটা সমাধান হতে পারে , আর ভি আই পি বলে ছাড় দিলে আগামীতে আরও এরকম ঘটনা ঘটবে ।