ঢাকা উত্তরের মেয়র নির্বাচন আইনি জটিলতায় থমকে গেলো, ঢাকা উত্তরের নির্বাচন হলেও নির্বাচনী উত্তাপ দেশ অতিক্রম করে বিদেশেও ছড়িয়ে পড়েছিলো, আড্ডায় আলোচনায় কে হতে পারে ঢাকার মেয়র, দেশের মতো বিদেশেও প্রবাসীদের মাঝে তা নিয়ে উত্তেজনা বিরাজ করছিলো, আজ হাইকোর্টের নির্দেশের পর সবকিছু যেন স্তব্দ হয়ে গেছে । আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এতে সরকারের হাত নেই, অপর দিকে বি এ পি র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন এটা সরকার এবং নির্বাচন কমিশনের যৌথ প্রযোজনা। সুজনের বদিউল আলম বলেছেন জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হল ।হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন উচ্চ আদালতে আপীল করবে কি না এই বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য পাওয়া যায় নি । রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করে যে সমস্যার কারনে স্থগিত হল তা সমাধান করেই নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিৎ ছিল।নির্বাচন কমিশনের ব্যর্থতা হচ্ছে তারা কিছু ইউনিয়নের সীমানা নির্ধারণ না করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, ফলে আইনি জটিলতায় নির্বাচন আটকে গেলো আবার কবে নাগাদ নির্বাচনের তারিখ ঘোষণা হবে তা বলা যায় না, জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচন হবে কি না তাও অনিশ্চিত ।
শুদ্ধস্বর রিপোর্ট।