গত কয়েকদিনের ঘটনা দেখে প্রশ্ন জাগে আমরা আগাচ্ছি না পেছাচ্ছি, সম্প্রতি নিজের প্রিয় নগরীতে নিজ দলের নেতা কর্মীদের হাতে লাঞ্ছিত হয়ে আহত হয়েছেন মেয়র সেলিনা হায়াত আইভি ,তারপর ঢাকা বিশ্ববিদালয়ে একদল ছাত্র আরেকদল দলকে রড লাঠি সোটা নিয়ে পেটাচ্ছে, এর মধ্যে ছাত্রীরাও আছে, ছাত্রীরাও ছাত্রীদের লাঞ্ছিত করছে, আজ ঢাকা মেডিক্যাল কলেজে পুলিশের সাথে আনসার বাহিনীর মারামারি, চট্টগ্রামের মিরেসরাইতে পুলিশের ভাষায় আসামী ধরতে এসে গ্রামবাসীর প্রতিরোধ পরে পুলিশের গুলিতে একজন নিহত তিনজন আহত । দেশের সমস্ত সংবাদ মাধ্যম বৈদ্যুতিক বা মুদ্রিত এ নিয়েই উম্মত থাকছে প্রতিদিন, আমরাও না লিখে পারছি না ।কখনও কখনও অতি নিৃশংস ঘটনা আমাদের মন কে অবশ করে দেয় ।আমরা কি হিংস্র জাতি ?ছোটবেলা থেকেই দেখে এসেছি চতুর্দিকে হত্যাকাণ্ডের নির্লজ্জ বহিঃপ্রকাশ।রাজনৈতিক খুনাখুনি এখন স্বাভাবিক, জমি নিয়ে, প্রনয় ঘটিত বিষয়ে, সম্পত্তির লোভে খুন যেন সব সমস্যার সমাধান, মানুষ আদিমকালে হিংস্র ছিল তারপর মানুষ সভ্যতার দিকে অগ্রসর হয়, সভ্যতা মানুষকে সংযমী হতে শেখায়, কিন্তু বর্তমান সময়ের হিংস্রতার দিকে তাকালে আমার মনে হয় আমরা সভ্যতার বাইরে যেয়ে আবার আদিমতার দিকে অগ্রসর হচ্ছি,আমাদের গন্তব্য কোথায় তা আমরা জানিনা , আমরা আগচ্ছি না পেচ্ছাছি এই প্রশ্ন এখন আমাদের নিজেদের কাছে করতেই হয়।
Related Stories
Saturday April15,2023
Wednesday November16,2022