আজ বেতার বাংলার ২৪ ঘণ্টা সম্প্রচারের সপ্তম বছর, বেতার বাংলা ৭ বছর আগে নাজিম চৌধুরীর নেতৃত্বে প্রায় ৮০জনের অধিক উপস্থাপক উপস্থাপিকা নিয়ে ২৪ ঘণ্টা সম্প্রচার শুরু করে , লন্ডনের এই বাংলা রেডিওটি প্রবাসীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কমিউনিটি সংবাদ, আন্তর্জাতিক সংবাদ , আইন বিষয়ক অনুষ্ঠান , বাংলা গান, কবিতা, সাহিত্য অনুষ্ঠান, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে লাইভ টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান নিয়ে বেতার বাংলা এগিয়ে চলেছে । পূর্ব লন্ডনে বেতার বাংলার প্রধান অফিসটি বাংলাদেশেী দের একটি সেন্টারও , বিজয় দিবস, স্বাধীনতা দিবস, পহেলা বৈশাখ সহ এমনকি ঈদের অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় এই অফিসে, বেতার বাংলার প্রধান নির্বাহী নাজিম চৌধুরী অক্লান্ত পরিশ্রম করে গড়ে তুলেছেন বেতার বাংলা পরিবার । আজকে সন্ধ্যায় সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় বেতার বাংলা অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ,এখানে বেতার বাংলার শুভাকাঙ্ক্ষী ,সহ কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং অন্যান্য মিডিয়ার কর্ণধাররা অংশ নেবেন । আগামী মার্চে পরিকল্পনা রয়েছে একটি বড় ধরণের অনুষ্ঠান আয়োজন করা সেখানে দেড় হাজারেরও বেশী প্রবাসী বাংলাদেশীরা সহ ব্রিটিশরাও অংশ নেবেন আশা করা হচ্ছে, প্রতি বছরই এরকম অনুষ্ঠানের আয়োজন করে বেতার বাংলা । বেতার বাংলার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুদ্ধস্বরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ।বেতার বাংলার অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই কামনা করছি ।
হাবিব বাবুল
সৌরভ আদনান খান।
সম্পাদক। শুদ্ধস্বর ।
Related Stories
Monday June5,2023
Saturday June3,2023