শুদ্ধস্বর রিপোর্ট
আওয়ামীলীগের উপ কমিটি নিয়ে পদ বাণিজ্য হয়েছে বলে অভিযোগ করেছেন পদ বঞ্চিত নেতারা,আজ আওয়ামীলীগ কেন্দ্রিয় অফিসে সাধারন সম্পাদকের কক্ষের সামনে বিক্ষোভ করে পদ বঞ্চিত নেতারা। বিক্ষোভকারী নেতারা জানতে চান তাদের বাদ দিয়ে কেন ছাত্রদল ও জামাতের লোকজনকে কেন অন্তর্ভুক্ত করা হোল কেন্দ্রীয় সহসম্পাদক উপ কমিটি পদে, ছাত্রলীগের সাবেক নেতাদের কেন স্থান দেয়া হোল না । বিক্ষোভের এক পর্যায়ে পদ পাওয়া একজনের সাথে পদবঞ্চিত কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয় । পরে কেন্দ্রীয় নেতারা এসে তাদের শান্ত করেন । ছাত্রলীগের সাবেক নেতাদের প্রশ্নের জবাবে আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেন সহসম্পাদকের এই উপকমিটি দেয়া হয় নি, তবুও বিভিন্ন মাধ্যমে মানুষ জেনে গেছে। বর্তমানে এই উপকমিটি স্থগিত করা হয়েছে, আগামীতে যাচাই বাছাই করে দেয়া হবে ।
Related Stories
Monday June5,2023