অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, “মানুষ তাঁর স্বপ্নের সমান বড়”।আমিও স্বপ্ন দেখি,আর আমার স্বপ্নের একটা অংশজুড়ে রয়েছে আমাদের অনলাইন পত্রিকা “শুদ্ধস্বর”।শুদ্ধস্বরের পরীক্ষামূলক সংস্করণ প্রকাশিত হয়েছে,এর কৃতিত্ব আমাদের পাঠক এবং লেখকদের।পত্রিকাটি প্রকাশ করতে পারা আমার কাছে অনেকটা  স্বপ্নের কাছাকাছি পৌঁছার মতো।আমরা স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে পেড়েছি,এখন ধাপে-ধাপে পরিপূর্ণ রূপ দিতে চাই।তাহলেই আমাদের শ্রম স্বার্থক হবে।আমাদের চেষ্ঠা থাকবে প্রথাগত ধারণা থেকে বেরিয়ে এসে একটি নতুন ধারা সৃষ্টি করার।আমরা শুদ্ধস্বরকে পৌঁছে দিতে চাই সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে।এবং তা অনলাইন মাধ্যমেই সম্ভব,সেজন্যই অনলাইন মাধ্যমকে বেছে নেয়া।শুদ্ধস্বরের ওয়েবসাইট এখনও অসম্পূর্ণ,অনেক কাজ বাকী রয়েছে।তবে শুদ্ধস্বরকে একটি মানসম্পন্ন অনলাইন পত্রিকায় রূপান্তরিত করার পরিকল্পনা আমাদের রয়েছে।আমার অগ্রজ হাবীব বাবুল ভাইয়ের আগ্রহ ও উদ্দীপনায় শুদ্ধস্বর প্রকাশিত হয়েছে।এই সুযোগে উনাকে ধন্যবাদ জানাচ্ছি।আরও ধন্যবাদ জানাই জনাব রায়হান ফেরদাউস মধু ভাইকে,যিনি আমাদের একটি সুন্দর নাম ঠিক করে দিয়েছেন।আমার লেখা এখানেই শেষ করতে চাই,সবাইকে দেখার,পড়ার এবং লেখার আমন্ত্রণ জানিয়ে।সবাইকে আবারও ধন্যবাদ।

সৌরভ আদনান খান

One thought on “শুদ্ধস্বর একটি স্বপ্নের নাম”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.