বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরল ইসলাম নাহিদের সম্প্রতি ঘুষ নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়া এমন কি রাজনীতির অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে । একজন মন্ত্রীর এরকম বক্তব্যে অনেকেই বিস্মিত হয়েছেন, ঘুষ সম্পর্কে এরকম বক্তব্য আগে না আসালেও অর্থমন্ত্রী আবুল মাল মুহিত বলেছিলেন ঘুষ হচ্ছে স্পীড মানি । বাংলাদেশে এমনিতেই সর্বত্র ঘুষ দুর্নীতি সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পরেছে তার ওপর মন্ত্রীর এমন বক্তব্যে ঘুষ গ্রহনকারীরা পুলকিত হলেও সাধারন মানুষ আতঙ্কিত হয়েছে । সাধারন ভাবে মন্ত্রীরা ঘুষ দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন সেখানে মন্ত্রী নাহিদ সহনীয় পর্যায়ে ঘুষের পক্ষে বক্তব্য রেখেছেন । এই মন্ত্রী নিজকে চোরও বলেছেন আবার বলেছেন অন্যান্য মন্ত্রীরাও চোর, এটা সাধারণত বাংলাদেশে বিরোধী দলের নেতাদের বক্তব্য, কিন্তু তার সহকর্মী যাদের তিনি চোর বলেছেন তাদের কাছ থেকে এখনও কোন প্রতিক্রিয়া আমরা দেখিনি । মন্ত্রী এই সময়ে কেন এমন কথা বললেন তাও অনেকের কাছে রহস্যময় মনে হচ্ছে । শিক্ষামন্ত্রী নুরল ইসলাম নাহিদ একসময় কমিউনিস্ট পার্টি করতেন তারপর ডক্টর কামাল হোসেনের সাথে গণফোরাম করেছেন বর্তমানে আওয়ামীলীগ করেন । সাবেক বামপন্থী এই মন্ত্রি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহনের পর থেকেই প্রশ্ন পত্র ফাঁস হওয়ার প্রবনাতা বেড়ে যাওয়ায় তিনি অনেকবার সমালোচনার সম্মুখীন হয়েছেন । এখন দেখা যাক মন্ত্রীর এই বক্তব্যের পরে সরকার প্রধানের প্রতিক্রিয়া কি হয় । আমরা সেই অপেক্ষায় রইলাম ।
হাবিব বাবুল, সম্পাদক শুদ্ধস্বর ।