রংপুরে আজ মেয়র নির্বাচনে বড় দুই দলেরই বড় বিপর্যয় হয়েছে । লাঙলের বিজয় অপ্রত্যাশিত ছিল না , রংপুরে জাতীয় পার্টির নেতা এরশাদের প্রভাব আগে থেকেই ছিল,১৯৯১ সালে নির্বাচনে জাতীয় পার্টির দুঃসময়েও হুসাইন মুহাম্মদ এরশাদ রংপুরের ৫ টি আসন থেকে জিতেছিলেন । গতবার আওয়ামীলীগ প্রার্থী জয়ী হয়েছিলেন, এবারও সবাই ধরে নিয়েছিলেন সরকারী দলের প্রার্থী সরফুদ্দিন ঝণ্টূ জিতবেন, বি এন পি র অবস্থা সবসময়ই দুর্বল ছিল, এবারো তাদের পরাজয় অপ্রত্যাশিত ছিল না। বি এন পি র হাইকমান্ড তা জানতেন, তাই কোন শীর্ষ নেতাকে সেখানে নির্বাচনী প্রচারে অংশ নিতে দেখা যায় নি , যদিও দলের মহাসচিব ফকরুল ইসলাম আলমগীর একদিনের জন্য গিয়েছিলেন । কিন্তু জাতীয় পার্টির প্রধান এরশাদ রংপুরে অবস্থান করে নির্বাচন পরিচালনায় অংশ নিয়েছেন , এরশাদ মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত , তিনি সরকারী সুযোগ সুবিধা প্রাপ্ত ।তিনি নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারেন কি না , এই প্রশ্ন উত্থাপন করা হয়েছে বি এন পি থেকে , তা ছাড়া তারা নির্বাচনে অনিয়ম এবং ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগও উত্থাপন করেছেন কিন্তু বাংলাদেশের মিডিয়াতে বি এন পি র অভিযোগের পক্ষে কোন সংবাদ ছাপা হয়নি , এবং নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে ভোটার রা ভোট দিতে পেরেছে এরকম খবর ই প্রকাশিত হয়েছে । স্বস্তির সংবাদ হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি । আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন এটা রাজনীতির জন্য ইতিবাচক দিক । নির্বাচনে জয় পরাজয় খুব স্বাভাবিক বিষয় । বি এন পি আমলেও ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনেও মীর্জা আব্বাস হেরে যাওয়ার পর বিজয়ী প্রার্থী মোহাম্মদ হানিফ কে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছিলেন । আরেকটা পরিস্থিতি আমরা দেখেছি, আওয়ামীলীগ আমলে বি এন পি প্রার্থীরা কয়েকটি সিটি কর্পোরেশনে জয়ী হয়েও মেয়র হিসেবে কাজ করতে পারেন নি , মামলা বা অন্যান্য কারনে তারা বার বার বহিস্কার হয়েছেন , তার যে অন্যায় ভাবে অপসারিত হয়েছিলেন তা প্রমানিত হয়েছে আদালতে , আদালত তাদের আবার তাদের স্বপদে বহাল করেছে । আমাদের কথা হচ্ছে নির্বাচিতদের কাজ করা সুযোগ থেকে যেন কখনোই বঞ্চিত না করা হয় । রংপুরের এই নির্বাচনে বিজয়ী এবং পরাজিত প্রার্থীরা এক সাথে কাজ করবেন এরকমই আশা করছি । সবশেষে বিজয়ী প্রার্থী সহ যারা নির্বাচনে অংশ নিয়েছেন সবাইকেই অভিনন্দন জানাচ্ছি, গণতন্ত্রই হোক আমাদের একমাত্র ভরসা স্থল ।

Nice attitude.