রংপুরে আজ মেয়র নির্বাচনে বড় দুই দলেরই বড় বিপর্যয় হয়েছে । লাঙলের বিজয় অপ্রত্যাশিত ছিল না , রংপুরে জাতীয় পার্টির নেতা এরশাদের প্রভাব আগে থেকেই ছিল,১৯৯১ সালে নির্বাচনে জাতীয় পার্টির দুঃসময়েও হুসাইন মুহাম্মদ এরশাদ রংপুরের ৫ টি আসন থেকে জিতেছিলেন । গতবার আওয়ামীলীগ প্রার্থী জয়ী হয়েছিলেন, এবারও সবাই ধরে নিয়েছিলেন সরকারী দলের প্রার্থী সরফুদ্দিন ঝণ্টূ জিতবেন, বি এন পি র অবস্থা সবসময়ই দুর্বল ছিল, এবারো তাদের পরাজয় অপ্রত্যাশিত ছিল না। বি এন পি র হাইকমান্ড তা জানতেন, তাই কোন শীর্ষ নেতাকে সেখানে নির্বাচনী প্রচারে অংশ নিতে দেখা যায় নি , যদিও দলের মহাসচিব ফকরুল ইসলাম আলমগীর একদিনের জন্য গিয়েছিলেন । কিন্তু জাতীয় পার্টির প্রধান এরশাদ  রংপুরে অবস্থান করে নির্বাচন পরিচালনায় অংশ নিয়েছেন , এরশাদ মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত , তিনি সরকারী সুযোগ সুবিধা প্রাপ্ত ।তিনি নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারেন কি না , এই প্রশ্ন উত্থাপন করা হয়েছে বি এন পি থেকে , তা ছাড়া তারা নির্বাচনে অনিয়ম এবং ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগও উত্থাপন করেছেন কিন্তু বাংলাদেশের মিডিয়াতে বি এন পি র অভিযোগের পক্ষে কোন সংবাদ ছাপা হয়নি , এবং নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে ভোটার রা ভোট দিতে পেরেছে এরকম খবর ই প্রকাশিত হয়েছে । স্বস্তির সংবাদ হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি । আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন  এটা রাজনীতির জন্য ইতিবাচক দিক । নির্বাচনে জয় পরাজয় খুব স্বাভাবিক বিষয় । বি এন পি আমলেও ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনেও মীর্জা আব্বাস হেরে যাওয়ার পর বিজয়ী প্রার্থী মোহাম্মদ হানিফ কে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছিলেন । আরেকটা পরিস্থিতি আমরা দেখেছি, আওয়ামীলীগ আমলে বি এন পি প্রার্থীরা কয়েকটি সিটি কর্পোরেশনে জয়ী হয়েও মেয়র হিসেবে কাজ করতে পারেন নি , মামলা বা অন্যান্য কারনে তারা বার বার বহিস্কার হয়েছেন , তার যে অন্যায় ভাবে অপসারিত হয়েছিলেন তা প্রমানিত হয়েছে আদালতে , আদালত তাদের আবার তাদের স্বপদে বহাল করেছে । আমাদের কথা হচ্ছে নির্বাচিতদের কাজ করা সুযোগ থেকে যেন কখনোই বঞ্চিত না করা হয় ।  রংপুরের এই নির্বাচনে  বিজয়ী এবং পরাজিত প্রার্থীরা এক সাথে কাজ করবেন এরকমই আশা করছি । সবশেষে বিজয়ী  প্রার্থী সহ যারা নির্বাচনে অংশ নিয়েছেন সবাইকেই অভিনন্দন জানাচ্ছি, গণতন্ত্রই হোক আমাদের একমাত্র ভরসা স্থল ।

22220028_10214171112133695_1375134399903958173_o
হাবীব বাবুল সম্পাদক,শুদ্ধস্বর
One thought on “রংপুরে মেয়র নির্বাচন এবং প্রসাঙ্গিক কিছু কথা”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading