অর্থমন্ত্রী আবুল মাল মুহিতকে উদ্দশ্য করে গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন বলেন,বয়স হলেই আবোল তাবোল বলতে হবে নাকি ?বয়সের দোহাই দিয়ে দায়িত্ব এড়ানো যায় না ।সংবিধানের কোথাও লেখা নেই সব ঠিক, সব ঠিক, বলা । তিনি আজ রাজধানীতে তার দল গনফোরামের আলোচনা সভায় এ কথা বলেন । বর্তমান সংসদের অধিকাংশ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মন্তব্য করে তিনি বলেন, অনির্বাচিত প্রতিনিধিরা জনগনের হাজার হাজার কোটি টাকার সম্পদের দায়িত্ব নিয়েছেন । সেই সম্পদ উধাও যাওয়ার পর ওই ব্যাপারে জনগণকে জানানোর বিষয়ে তাদের কোন কোন আগ্রহ নেই । চরম দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন সাংসদ রা । দায়িত্ব থাকলে কিছু কর্তব্য থাকে , জবাবদিহিও থাকে ।ডক্টর কামাল হোসেন আরও বলেন, কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে আট হাজার কোটি টাকা লুটপাট হয়েছে , এ ব্যাপারে তদন্ত হলেও ফলাফল সম্পর্কে কেউ কিছু জানে না । একটি বিদেশী পত্রিকা থেকে জনগণকে জানতে হয়েছে যে কেন্দ্রীয় ব্যাঙ্কের টাকা চুরি হয়েছে , ব্যাঙ্ক লুটপাটে যারা দায়ী তাদের সামনে আনা হচ্ছে না । তিনি এই সব অপব্যবস্থার বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহব্বান জানান ।
শুদ্ধস্বর রিপোর্ট