OLYMPUS DIGITAL CAMERA

রাজপথের ধুলো আজ শিশুর পায়ের নিচে
স্কুল ইউনিফর্মে লাখো শিশুরা আজ
আকাশ পানে মুষ্টিবদ্ধ কোমল হাতের
তীব্র আওয়াজ ।
ক্ষমতাসীনদের  আস্ফালন চিৎকার চেঁচামেচি !
ঘুণে ধরা সমাজের মাথায় ঘোল
শিশুর বিবেক দেখে বাজে মাথায় ঢোল ।
সমাজের চোখের কালো পর্দা সরিয়ে
শিশুরা দেখায় বুদ্ধিদীপ্ত দিয়ে
কেমন সমাজ চাই ?

বিবেকবানেরা হতভম্ব , নিরব , স্তব্ধ
কোথায় যেন স্বার্থের টান লেগেছে  বড্ড ।
জনতা চেয়ে দেখে এলিটদের কর্ম
নীতি কথায় বড় আওয়াজ
নীতিতেই নেই ধর্ম !
ক্ষমতায় অদক্ষতার নিরাশার কর্মকা
শিশুরা দেখে আর হাসে সর্বদা ।
চোখে আঙুল দিয়ে শিশুরা দেখায়
সমাজের কর্তারা কতটা বেহায়া !

বুদ্ধিদীপ্ত শিশুদের নিয়ে আজ মেতেছে ,
খেলায় !
সরকার প্রধান থেকে সুশীলদের মেলায় ।
কথাবানে জড়িয়ে করছে তাদের অবহেলা
স্বার্থ না খোয়া যায় এ  অবেলা ।
দৃশ্যমান কিছুই নেই
মন্ত্রী থাকেন বহাল !
সুশীলরা হেসে হেসে ক্ষমতার পা চেটে
বাজান তাল ।
উচ্চস্বরে সুশীলরা শোনান কথার মারপ্যাঁচ
সমাজ চেয়ে দেখে
এর নেই যে কোনো শেষ  ।
সময়ে সময়ে ৪৭ বছর পার !
ক্ষমতার মোহই তাদের আসল অবশেষ ।

হে চপলমতি, হে কোমলমতি
তোমরা দেখিয়েছো সমাজের নগ্ন রূপ !
তোমাদের পাণে করি ,
মাথা নত  ।
তোমরা মোদের দেখিয়েছো যত
ভুলিবার নয় , এ সমাজের ক্ষত ।
কষ্ট  নিয়েই বলি আজ , তোমাদের সনে
ফিরে যাও ঘরে আপন মনে ।
চেয়ে দেখো
শকুনেরা এখন আকাশে উড়ে
ওদের থাবা এখন তোমাদের তরে  ।
এ নগ্ন সমাজ যদি এখনও  বুঝিতে না পারে
কিছুই হইবার নয় শতবছর পরে ।
এ সমাজের বাতাস অনেক ভারী
এ বাতাস সইবার নয় ।

বুলবুল তালুকদার

সহকারী সম্পাদক ,শুদ্ধস্বর ডটকম

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading