(একশত একান্ন)

পেশাগতভাবে একজন চিকিৎসক সমাজের সম্মানিত ও গ্রহনযোগ্য ব্যক্তি বলে স্বীকৃত তবে এ স্বীকৃতির মান ও সম্মান ধরে রাখা নির্ভর করে স্বয়ং চিকিৎসকের সার্বিক অবস্থানের উপর।

( একশত বাহান্ন)

ব্যক্তি চিকিৎসকের স্বীকৃত মানের পতন যখন সংখ্যায় বেড়ে যায় এবং এক সময়ে ভারী হয়ে উঠে অনিবার্যভাবেই তখন চিকিৎসক সমাজের ভাবমূর্তিও বিতর্কিত হতে থাকে।

( একশত তেপান্ন)

চিকিৎসক ও নার্স গড়ার মুল শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি নড়বড়ে হয় তবে গড়ে উঠা চিকিৎসক ও নার্সও নড়বড়ে হবে।

( একশত চুয়ান্ন)

হাসপাতাল, চিকিৎসা, চিকিৎসক  ও নার্স একই সূত্রে গাথা। একটার উথান-পতনের সাথে আরেকটা জড়িত।

( একশত পঞ্চান্ন)

দেশের চিকিৎসার সার্বিক অবস্থা ও স্বাস্থ্য নীতিমালার সাথে চিকিৎসকদের সার্বিক অবস্থান জড়িত।

( একশত ছাপান্ন)

চিকিৎসক ও রোগ নির্ণয় চিকিৎসার প্রথমধাপ আর প্রথমধাপেই  যদি গলদ সৃষ্টি হয় পরবর্তী ধাপগুলো সে ধারাবাহিকতাই চলে থাকে।

( একশত সাতান্ন)

চিকিৎসা সেবা হিসেবে এখনো মান সম্মত অবস্থানে পৌছুতে পারে নি। এটা একদিকে যেমন সংস্কৃতিগত পশ্চাৎপদপরতা তেমনি রাষ্ট্রীয় বিধি- বিধানের শিথিলতা।

( একশত আটান্ন)

ঔষধ নীতিমালা স্বাস্থ্য নীতিমালার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ঔষধের অপব্যবহার ও মুল্য নিয়ন্ত্রণ যখন বলয়ের বাইরে চলে যায় তখন বুঝতে হবে রোগীরা শোষন ও অপশাসনের গহব্বরে  হাবুডুবু খাচ্ছে।

( একশত উনষাট)

নকল ও নিন্মমানের ঔষধে যখন বাজার সয়লাব হয়ে যায় তখন বুঝতে হবে সংশিস্ট নানামুখী  কর্তৃপক্ষ ও কর্তৃত্বধারীরা নিজেদের হীন স্বার্থে নেতিবাচক পথে হাটছে।

( একশত ষাট)

সুশাসন, দায়িত্বশীলতা ও জবাবদিহিতা সমাজ ও রাস্ট্রের অন্য সকল অঙ্গের ন্যায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও এর নানাবিধ শাখা প্রশাখায়ও অতি জরুরী।  এর উপস্থিতি যতো কমবে অবনতির গতিও তত বাড়বে।

( একশত একষট্টি)

হাসপাল যখন রোগ নির্ণয়, রোগ নিরাময় ও রোগী সেবার কেন্দ্র না হয়ে ব্যবসার সুতিকাগার হয়ে যায় এবং রাষ্ট্র যখন এ অসহনীয় অবস্থা ও পরিবেশকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মেনে নেয়, চিকিৎসা বিষয়টা তখন নিছক মুখরোচক বানী চর্চা হয়ে যায়।

চলবে–

 

সিনহা এম এ সাঈদ 

লেখক,গবেষক ও পাবলিক স্পীকার 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading