রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বিয়ে করতে যাচ্ছেন। তার প্রথম স্ত্রী মারা যাওয়ার প্রায় আড়াই বছর পর ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ৬৫ বছর বয়সী নূরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার মন্ত্রী নিজেই গণমাধ্যমকে তার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিয়ের ব্যাপারটি কিছু দূর এগিয়েছে। সবকিছু চূড়ান্ত হলে আমি নিজেই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাব।

এক ছেলে ও দুই মেয়ের বাবা রেলমন্ত্রী সুজনের প্রথম স্ত্রী নিলুফার জাহান ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে মারা যান।  তাদের তিন সন্তানেরই বিয়ে হয়েছে।

১৯৫৬ সালের ৫ জানুয়ারি পঞ্চগড়ে জন্ম গ্রহণ করেন নূরুল ইসলাম সুজন। তিনি পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে টানা তিনবার (নবম, দশম ও একাদশ) জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হন। সর্বশেষ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হওয়ার পর রেলমন্ত্রী করা হয় তাকে।

এর আগে আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে রেলমন্ত্রী ছিলেন মুজিবুল হক। তিনিও মন্ত্রী হওয়ার পর ২০১৪ সালের ৩১ অক্টোবরে বিয়ে করেন। তবে সেটি ছিল ৬৭ বছর বয়সী মুজিবুল হকের প্রথম বিয়ে। তার স্ত্রীর নাম হনুফা আক্তার রিক্তা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading